জানা গেছে, খুলনায় নেশার জন্য ২০ হাজার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বঁটি দিয়ে বাবাকে গলা কেটে হত্যা করেন। ঘটনা পর থেকে লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। তিনি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। নিহতের...