ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়া ‘জলদস্যুতার কাজ’ : এরদোগান * ইসরাইলি কূটনীতিককে স্পেন-বেলজিয়ামের তলব, কলম্বোর বহিষ্কার * আটককৃত কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান কাতারের * আটক কর্মীরা সুস্থ, ইসরাইলের দাবি অবরুদ্ধ গাজায় অবরোধ ভাঙার সবচেয়ে বড় চেষ্টাও শেষপর্যন্ত ‘পণ্ডশ্রম’ করে দিল ইসরাইল। গাজাগামী বিশ্ব মানবাধিকারকর্মীদের সুমুদ ফ্লোটিলা নৌবহরে বৃহস্পতিবার রাতের আঁধারে ‘জলদস্যু’র মতো হামলা চালিয়েছে নৌবাহিনী। একটিমাত্র নৌকা ছাড়া বহরের সবকটি নৌকাই নিজেদের কব্জায় নিয়েছে ইসরাইল। একই সঙ্গে আটক করেছে বহরে থাকা সব শত শত অধিকারকর্মীকে। বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক ছিলেন ওই বহরে। ত্রাণবাহী শান্তিপূর্ণ বহরে মুখ বেঁধে ইসরাইলি নৌবাহিনীর এই বর্বর হামলা-আটকের ফুটেজ ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েছে গোটা বিশ্ব। রাজধানী মাদ্রিদ-বোগোটায় রাতেই বিক্ষোভে নামেন স্পেন-কলম্বোর নাগরিকরা। হাতে ফিলিস্তিনি পতাকা আর মুখে ইসরাইলবিদ্বেষী স্লোগানে বিক্ষোভ হয় তুরস্ক, পাকিস্তান, জার্মানি,...