ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় এক নবজাতককে পাথরের নিচে চাপা দেওয়ার এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সরকারি নিয়ম অনুযায়ী দুইয়ের বেশি সন্তান থাকলে চাকরি হারানোর আশঙ্কায় বাবা-মা শিশুটির সাথে এমন নির্মম কাণ্ড ঘটান। স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাবলু দান্ডোলিয়া ও রাজকুমারী দান্ডোলিয়া দম্পতির চতুর্থ সন্তানকে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গলের মধ্যে পাথরের নিচে ফেলে রাখা হয়। বাবলু একজন সরকারি শিক্ষক। ভোরে নন্দনওয়াড়ি গ্রামের মানুষ শিশুর কান্নার শব্দ শুনে পাথর সরিয়ে তাকে উদ্ধার করেন। শিশুটি রক্তাক্ত অবস্থায় শীতে কাঁপছিল। চিকিৎসকরা জানান, শিশুর শরীরে পিঁপড়ের কামড়ের দাগ ছিল এবং হাইপোথারমিয়ার কারণে জীবনঝুঁকিতে ছিল। চিকিৎসকদের মতে, এই অবস্থায় শিশুর বেঁচে থাকা অলৌকিকের চেয়ে কম নয়। বর্তমানে শিশুটি নিরাপদে চিকিৎসাধীন। পুলিশ ঘটনায়...