রান্নায় স্বাদ বাড়াতে অপরিহার্য লবণ ঘর পরিষ্কারেও হতে পারে দারুণ সহায়ক। বিশেষ করে বাথরুমের কমোডের দাগ তুলতে বাজারের রাসায়নিক ক্লিনারের বদলে লবণ দিয়েই তৈরি করতে পারেন কার্যকর ক্লিনার। এতে যেমন ঝকঝকে হবে টয়লেট, তেমনই কমবে স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশের ক্ষতি। বিশেষজ্ঞদের মতে, লবণের মধ্যে রয়েছে প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান। এটি একদিকে স্ক্রাবারের মতো কাজ করে, অন্যদিকে জীবাণু ধ্বংস করতেও সহায়তা করে। লবণের সঙ্গে ঘরের আরও কিছু উপকরণ মিশিয়ে তৈরি করলে এই ক্লিনারের কার্যকারিতা বাড়ে। একটি পাত্রে লবণ, বেকিং সোডা ও নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি কমোডের ভিতর ও চারপাশে লাগিয়ে রাতভর রেখে দিন। এ সময়ে টয়লেট ব্যবহার করা যাবে না। সকালে কিছুটা গরম জল ঢেলে ভালোভাবে ধুয়ে ফ্লাশ করে নিন। এই প্রাকৃতিক মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে কমোড...