দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং-এর ক্যামেরা বিভাগ নিয়ে নতুন ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। সম্প্রতি একটি অনলাইন পিটিশন ভাইরাল হয়েছে, যেখানে বিভাগীয় প্রধানদের অপসারণের দাবি জানানো হয়েছে। এই পিটিশন ইতিমধ্যেই চার হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে। পিটিশনের মূল অভিযোগগুলো হলো, গ্যালাক্সি এস সিরিজের ক্যামেরায় স্থবিরতা এবং উন্নয়নের অভাব রয়েছে। কোম্পানি এখনও পুরনো সেন্সর ব্যবহার করছে (যেমন ISOCELL HP2 এবং IMX754), যার কারণে ছবির মানে সমস্যা দেখা দিচ্ছে। অতিরিক্ত শ্যাডো নয়েজ, HDR-এ ডিটেইল হারানো, টেলিফটো প্রসেসিংয়ে অস্বাভাবিক ফলাফল এবং রাতের ছবি দুর্বল হওয়ার মতো অভিযোগও এসেছে। এছাড়া পোর্ট্রেট কোয়ালিটি খারাপ এবং হোয়াইট ব্যালান্সের ত্রুটি ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন। পিটিশনে আরও বলা হয়েছে, স্যামসাং অ্যাপলের ক্যামেরা ফিচার অনুকরণ করছে,...