বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গভীর অরণ্যে দুই বিরল ‘ট্রি স্নেক’ বা গেছো সাপের সন্ধান পাওয়া গেছে। কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে এক বছরের সমীক্ষায় দেখা মিলেছে ডেনড্রেলাফিস সায়ানোক্লোরিস (Dendrelaphis cyanochloris) এবং ডেনড্রেলাফিস হাসি (Dendrelaphis haasi) প্রজাতির সাপের। শরীর সরু এবং দ্রুতগামী এই প্রজাতির সাপ নির্বিষ। দিনের বেলায় এরা প্রধানত গাছে থাকে। ডেনড্রেলাফিস সায়ানোক্লোরিসকে প্রায় ১২ ফুট উচ্চতায় ঝিরির উপর ডালে বিশ্রামরত অবস্থায় এবং অন্যটিকে পাথুরে ঝিরির ওপর বাঁশের ডালে দেখা গেছে। এদের শরীরের আঁশ জলপাই-সবুজ থেকে ব্রোঞ্জ রঙের, এবং প্রসারিত হলে নীল আভা প্রকাশ পায়। এরা ছোট টিকটিকি ও ব্যাঙ খেয়ে বাঁচে এবং গাছে তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। অন্যদিকে ডেনড্রেলাফিস হাসি প্রধানত রাতের বেলায় ঝিরির কাছে বাঁশের চিকন ডালে বিশ্রাম নেয়। এর শরীর জলপাই রঙের, মাথা সোনালি-বাদামি এবং জিহ্বা...