ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) দেশের যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে শিক্ষার্থী নিয়োগ শুরু করেছে। এই প্রোগ্রামের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক ও সমমানের শিক্ষার্থীরাও বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ নিতে পারবেন, যা বর্তমান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, কোর্স শেষ করা শিক্ষার্থীর ৯২ শতাংশ দেশ-বিদেশে কর্মসংস্থানে সফল হয়েছেন। আইডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের জেদ্দার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে স্থাপিত এবং এটি তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতের কর্মমুখী শিক্ষা ও প্রকল্প বাস্তবায়ন করে থাকে। প্রোগ্রামের আওতায় মোট ১৩টি কোর্সে স্কলারশিপ প্রদান করা হচ্ছে, যা চলতি সময়ে ১৬৫টি আসনের মধ্যে দেওয়া হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডে অংশগ্রহণ করা প্রার্থী নতুন করে আবেদন করতে পারবেন...