সমস্যা সমাধান ও নতুন কিছু করার আগ্রহ থেকেই তরুণেরা স্টার্টআপ গড়ে তুলছেন। কেউ কৃষি খাতে প্রযুক্তি আনছেন, কেউ ঘরে বসে অনলাইনে শিক্ষা নেওয়ার অ্যাপ তৈরি করছেন, আবার কেউবা প্রযুক্তিনির্ভর নানা সেবা চালু করছেন। তবে এ খাতের সবচেয়ে বড় বাঁধা অর্থের জোগান। এই সমস্যা সমাধানে ২০২১ সালের মার্চে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করে। সম্পূর্ণ জামানতবিহীন এই ঋণ উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত পেতে কথা ছিল। কিন্তু চার বছরে ওই তহবিল থেকে বিতরণ হয়েছে মাত্র ৫০ কোটিরও কম। স্টার্টআপ খাতের জন্য দুই ধরনের তহবিল গঠন করা হয়—বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল এবং ৫২টি তফসিলি ব্যাংকের নিজস্ব তহবিল। তবে উদ্যোক্তারা অভিযোগ করেছেন, জটিল প্রক্রিয়া, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার অভাব এবং অনীহার কারণে ঋণ পেতে ভোগান্তি পোহাতে...