গাজায় ত্রাণের উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলা জাহাজে স্বেচ্ছাসেবকদের একজন ছিলেন বিখ্যাত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও। কিন্তু আগে থেকেই তিনি আঁচ করতে পারছিলেন কী হতে যাচ্ছে। তাই গাজায় পৌঁছানোর আগেই একটি ভিডিও রেকর্ড করে রাখেন তিনি। যাত্রাপথে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার পর তার সেই পূর্বরেকর্ডকৃত ১৮ সেকেন্ডের ভিডিওটি প্রকাশিত হয়েছে। ভিডিওতে থুনবার্গ বলেন, ‘আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেনের নাগরিক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, আপনাদের জানাই-আমাকে ইসরাইলি বাহিনী অপহরণ করেছে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গেছে।’ আলজাজিরা। থুনবার্গ আরও বলেন, ‘আমাদের মানবিক মিশন ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। দয়া করে আমার সরকারকে বলুন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তি দাবি করতে।’ আবার ইসরাইলের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে শক্তিশালী দেশগুলোর কাছে প্রশ্ন করেন জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ।...