‘ক্রিকেটে কালো অধ্যায়ের সূচনা হলো। এর মাশুল গুনতে হবে হাজারো ক্রিকেটার ও ক্রীড়া সংগঠককে’ ক্রীড়া উপদেষ্টার নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে কোনো প্রকার কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকার অধিকাংশ ক্রিকেট ক্লাব। যার প্রভাব জেলা পর্যায়েও পড়তে পারে। বিসিবির ৬ অক্টোবরের নির্বাচনে ভোট দিতে আসবেন না তামিম ইকবালসহ অধিকাংশ কাউন্সিলর। বৃহস্পতিবার সকালে দুবাইয়ে উড়াল দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম। যুগান্তরের সঙ্গে মোবাইল ফোনে দুবাইগামী বিমানে থাকা অবস্থায় তামিম বলেন, ‘আমি এ ব্যাপারে নতুন করে কিছু বলতে চাই না। ক্রিকেটে যে কালো অধ্যায়ের সূচনা হলো, এর মাশুল গুনতে হবে আমাদের মতো হাজারো ক্রিকেটার ও ক্রীড়া সংগঠককে। সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।’ তার কথায়, ‘আমি আগেই বলেছিলাম, মাঠের ক্রিকেটে ফিক্সিং...