যুক্তরাষ্ট্রে ব্যাপক ফেডারেল কর্মী ছাঁটাই দু’দিনের মধ্যেই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। সাত বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির কেন্দ্রীয় সরকার অচলাবস্থায় পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় শাটডাউনের দায় একে অপরের ওপর চাপাচ্ছে দুই দল। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতের মধ্যে নতুন ব্যয় পরিকল্পনায় একমত হতে ব্যর্থ হন কংগ্রেসের সদস্যরা। পরদিন থেকে শুরু হয় শাটডাউন। এরপর দ্রুত সমাধান বের করার প্রচেষ্টা নেওয়া হলেও ভোটাভুটিতে প্রস্তাবটি টিকে থাকেনি। শুক্রবার এ নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা রয়েছে। বর্তমানে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কার্যক্রম স্থগিত, যা সংকট দীর্ঘায়িত হওয়ার শঙ্কা আরও বাড়াচ্ছে। এতে লাখো ফেডারেল কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন এবং অর্থনীতিতে শত শত কোটি ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকেলে...