পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাকপত্তন জেলায় প্রেমের বিয়েকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) জেলার আরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, প্রেমের বিয়েকে কেন্দ্র করে পানওয়ার ও আরাইন—দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় ও ধারালো অস্ত্রের হামলা হয়। এতে আরাইন সম্প্রদায়ের গোলাম মুর্তজা (৫০) ঘটনাস্থলেই নিহত হন। একই সম্প্রদায়ের আরও চারজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পানওয়ার সম্প্রদায়ের মুনির নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় এবং ওই সম্প্রদায়ের আরেকজন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের খবর পেয়ে জেলা পুলিশ অফিসার জাভেদ চাদহার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। জড়িতদের...