প্রথম বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ হওয়া মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন সমুদ্রের গভীরে পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর সাবমেরিন ইউএসএস এফ-১ বর্তমানে সান দিয়েগোর পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ১,৩০০ ফুট গভীরে অবস্থিত। সাবমেরিনটি একটি যুদ্ধ মহড়ার সময় ডুবে যায়, যার ফলে ১৯ জন নাবিক প্রাণ হারান। সাম্প্রতিক গভীর সমুদ্র অভিযানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিনের ধ্বংসাবশেষের মানচিত্রও তৈরি করা হয়েছে। এই অভিযান পাইলট ও ইঞ্জিনিয়ারদের জন্য প্রশিক্ষণ ক্রুজ হিসেবেও গুরুত্বপূর্ণ ছিল। উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের ব্রুস স্ট্রিকরুট নেতৃত্বে...