গাজার উদ্দেশে যাত্রা করা ৪৩টি ত্রাণবাহী জাহাজের নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজ আটক করার দাবি করেছে ইসরায়েল। তবে এখনো নিশ্চিত নয়, বাস্তবে এতগুলো জাহাজ আটক হয়েছে কিনা। এই পরিস্থিতিতে ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি তিনি দেন জাহাজের একটি কক্ষ থেকে। সেখানে তিনি জানান উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে তিনি জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন। ভিডিওতে তিনি ইসরায়েলি হস্তক্ষেপ নিয়ে কিছু বলেননি, তবে জানান, ‘আমি গাজার...