যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বাসিন্দা টেলর এ হামপ্রি নবজাতকের জন্য নাম খুঁজে দিতে বাবা-মায়ের সাহায্য করেন। তার এই ব্যতিক্রমী পেশার জন্য তিনি লাখ লাখ টাকা পারিশ্রমিক পান। প্রতিবেদনে বলা হয়েছে, একটি শিশুর নামকরণে সর্বোচ্চ তিনি ৩০ হাজার মার্কিন ডলার নেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ টাকা। হামপ্রি অনলাইনে শিশুদের নামকরণের পরামর্শ দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা এখন এক লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত তিনি ৫০০-এর বেশি শিশুর নামকরণে সহায়তা করেছেন। তার বিশেষ প্রশিক্ষণ রয়েছে গর্ভবতী নারীদের মানসিক ও শারীরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে। এছাড়া ব্র্যান্ডিং ও বিপণনের অভিজ্ঞতা তাকে এই ব্যতিক্রমী পেশায় সফল হতে সাহায্য করেছে। নাম প্রস্তাবের আগে হামপ্রি বাবা-মায়ের চাহিদা ও পারিবারিক ইতিহাস যাচাই করেন। সাধারণ ই–মেইল ভিত্তিক তালিকার জন্য তিনি নেন ২০০ ডলার (বাংলাদেশি...