কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় স্থানীয় এক জামায়াত নেতাকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। ওই দিন রাত ১০টার দিকে হাফেজ সোহেল নিখোঁজ হন।ওই জামায়াত নেতার নাম মোহাম্মদ সোহেল (২৭)।তিনি একজন কুরআনে হাফেজ। তিনি মানবপাচারকারী চক্রের কবলে পড়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শেখ সাঈদী জানান, সোহেল স্থানীয় ডেইলপাড়া জামে মসজিদের খতিব এবং বর্তমানে জালিয়া পালং ইউনিয়ন জামায়াতের ৩ নম্বর ইউনিট শাখার সহ-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাত ১০টার দিকে তিনি নিখোঁজ হন।দীর্ঘ অনুসন্ধানের...