ফিলিস্তিনের গাজায় যুদ্ধের অবসানে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমশ চাপ বাড়ালেও, যুক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েলকে সরব সমর্থন দিয়ে আসছিল; বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে। তবে সম্প্রতি গাজাযুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন, যার বেশিরভাগ পরিকল্পনা এসেছে তার পক্ষ থেকেই। এমনকি ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যুদ্ধ থামাতে তার প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। বিশ্লেষকরা বলছেন, এটি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীর জন্য এক নতুন সংকটে পরিণত হলো। ট্রাম্পের প্রস্তাবে সমর্থন জানিয়ে এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান, মিসর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিমপ্রধান দেশ। প্রস্তাবে একটি অংশ, ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বা ‘দুই-রাষ্ট্র সমাধান’। যেটি যুক্তরাজ্য এবং অন্য পশ্চিমা...