বই শুধুই কাগজের পাতার সংমিশ্রণ নয়। এটি চিন্তা, জ্ঞান ও কল্পনার দরজা, যা খুলে দেয় নতুন দিগন্ত। প্রতিদিন কিছু সময় বই পড়ার অভ্যাস না থাকলে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। এখানে ৫টি কারণে প্রতিদিন বই পড়া উচিত—যা আপনাকে শুধু বুদ্ধিদীপ্ত করবে না, জীবনকে আরও সমৃদ্ধ করবে। ১. মননশীলতা ও জ্ঞান বাড়ায়বই পড়া মানে নতুন ধারণা, তথ্য ও জ্ঞানের ভাণ্ডার অর্জন করা। প্রতিদিন বই পড়লে বিশ্বের নানা বিষয় সম্পর্কে ধারণা মজবুত হয়। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য—যেকোনো বিষয়েই জ্ঞান বাড়ে, যা জীবন ও ক্যারিয়ারে কাজে লাগে। ২. মানসিক চাপ কমায়কঠিন দিনের পর কিছু পাতা পড়লে মনকে শান্ত করা যায়। গল্পের ভুবন বা মননশীল লেখাগুলো স্ট্রেস দূর করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, মাত্র ছয় মিনিট বই পড়লেই মানসিক চাপ প্রায় অর্ধেক কমে যায়।...