পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ সূত্র জানায়, পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের সরকারি অর্থায়নে বন বিভাগ সৃজিত সরকারি বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য ২০০০-২০০১ অর্থবছরসহ বিভিন্ন সময়ে ৫৫০ উপকারভোগীর সঙ্গে ১০ বছরের চুক্তি করা হয়। ২০১০-২০১১ অর্থবছর এসব উপকারভোগী তাদের নিলাম মূল্যে বিক্রির ৪৫% টাকা বুঝে পায়, বাকি ৫৫% টাকা পায় সরকার। এরপর ২০১৯-২০২০ অর্থবছরে সেখানে নতুন করে লাগানো হয় গাছ। সেই গাছ অঙ্কুরেই ধ্বংস করে দেয় উপকারভোগীরা। এভাবেই মধ্যপাড়া বন বিভাগের জমি দখলের পর বিক্রিও করে দিচ্ছেন উপকারভোগীরা। রাতের আঁধারে গাছ কেটে নিয়ে ধীরে ধীরে তা কৃষিজমিতে রূপান্তর করে চাষাবাদ শুরু করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কুশদহ বিটের অফিসপাড়ার ছাইদুল পাগলা অন্তত ১০ একর জমি দখলে নিয়ে চাষাবাদ করছেন। এছাড়াও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর কাছে তার দখলে থাকা প্রায় ১০০ একর জমি...