ভারতের মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুটি আলাদা দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। বৃহস্পতিবার (২ অক্টোবর) উজ্জয়িনের ইঙ্গোরিয়া এলাকা এবং খণ্ডওয়া জেলার পাণ্ডনা তহসিলে ঘটনাগুলি ঘটে। উজ্জয়িনের ইঙ্গোরিয়ায় একটি ট্রাক্টর-ট্রলি ভক্তদের নিয়ে চম্বল নদীর ধারে দাঁড়িয়ে ছিল। স্থানীয়দের দাবি, সেখানে উপস্থিত এক ১২ বছরের শিশু ভুলবশত ট্র্যাক্টরের ইগনিশন চালু করে দেয়। ফলে গাড়িটি আচমকা সামনে এগিয়ে গিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। ট্রলিতে থাকা ১২ জন শিশু পানিতে পড়ে যায়। স্থানীয়রা ১১ জনকে উদ্ধার করলেও একজন শিশুর খোঁজ এখনও মেলেনি। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে দু’জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। পুলিশ ও এসডিআরএফের দল নিখোঁজ শিশুর খোঁজে নদীর তীরে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে খণ্ডওয়া জেলার পাণ্ডনা তহসিলের আরদলা ও জামলি গ্রামের প্রায় ২০-২৫ জন গ্রামবাসী...