আলো ঝলমল শারজায় হঠাৎ যেন আঁধার নামিয়ে আনেন বাংলাদেশের ব্যাটাররা। আফগানিস্তানের দেওয়া রান তাড়া করতে নেমে দারুণ শুরু হয় ওপেনিংয়ে। এরপর খেই হারায় বাংলাদেশ। ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচ করে তোলে কঠিন। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। জবাবে ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন কাজটা প্রায় সহজ করে তোলেন। ১১.৪ ওভারে এই জুটি থেকে আসে ১০৯ রান। ফিফটি তুলে নেন দুজনই। ৩৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৪...