চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে “ক্যান্সার সচেতনতা: স্বাস্থ্যই সম্পদ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কানসাট ‘রাজবাড়ির’ পাশে সাইফুদ্দিন মেমোরিয়াল ফাযিল মাদ্রাসার হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ ।ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনার আয়োজন করে এসকেএফ (ESKAYEF) ফার্মাসিউটিক্যালস লিমিটেড।মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. যোবায়ের ইসলাম। তিনি বলেন, বর্তমানে ক্যান্সার একটি জাতীয় সমস্যা। দিন দিন ক্যান্সার বেড়েই চলেছে। দেশের জনগনের ভিতর ক্যান্সারের ঝুকিসমূহ ও উপসর্গসমূহের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। জনগন যদি সচেতন হয়, তাহলে ক্যান্সার প্রতিরোধ করা যাবে। এমনকি ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরাও পড়ে তবুও চিকিৎসা করে সুস্থ করে তোলা সম্ভব হবে । সেই আশা...