আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। ১৩ বলে ২৩ রানে অপরাজিত থেকে তিনি দলকে জিতিয়েছেন।দীর্ঘদিন পর দলে ফেরার পর এই ম্যাচে তার ব্যাটিং নজর কাড়ে। খেলোয়াড় হিসেবে খুশি হওয়ার পাশাপাশি তিনি টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সোহান বলেন, টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। স্পেশাল ধন্যবাদ নাফিস ভাই ও মোস্তাক স্যারকে। অনেক লম্বা সময় পর টিমে ফিরেছি। ৩-৪টা ম্যাচ খেলেছি। অবশ্যই নিজের সেরাটা দেxয়ার চেষ্টা করছি। সিচুয়েশন কঠিন হয় যখন আপনি দীর্ঘ সময় পর টিমে ঢোকেন। সে ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের সাহায্য পাচ্ছি। আফগানদের বিপক্ষে শুরুতেই বাংলাদেশ ওপেনিং জুটি থেকে ১০৯ রান তোলে। কিন্তু এরপর মাত্র ৯ রানের মধ্যে হারায় ৬ উইকেট। দলের এমন ব্যাটিং ধস নিয়েও সোহান খোলাখুলি মত...