এশিয়া কাপের ব্যর্থতার পর দেশেই ফেরেনি টাইগাররা। ওই ক্ষত ভুলতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে জাকের আলীরা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ফিফটির পর নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছিলো আফগানিস্তান। ১৫২ রানের লক্ষ্যটা একেবারে সহজ করে দেন দুই টাইগার ওপেনার। ১০৯ রানের জুটি গড়ে দলকে নিরাপদ স্থানে রাখেন। কিন্তু এই জুটির পতনের পর হঠাৎ যেন মড়ক লেগে যায় টাইগার শিবিরে। আসা-যাওয়ার মিছিয়ে ব্যস্ত হয়ে পড়েন টপঅর্ডাররা। ১০৯/০ থেকে স্কোরকার্ড হয়ে যায় ১১৮/৬! ৯ রানের ব্যবধানে সাজঘরে ৬ ব্যাটার। টাইগার শিবিরে জেঁকে বসে হারের শঙ্কা। তবে ৩ ওভারে ৩৫ রানের...