ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের একটি জাহাজে জলকামান ছোড়া হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এটি ইসরাইলি সামরিক বাহিনীর একটি জাহাজ থেকে ছোড়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) প্রকাশিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। নৌবহরে থাকা ‘মিকেনো’ নামের জাহাজের অধিকারকর্মী মুহাম্মদ হুজেফে কুকুকায়তেকিন জানিয়েছেন, ইসরায়েলি সামরিক জাহাজটি প্রায় ১০ মিনিট ধরে তাদের জাহাজ অনুসরণ করে। পরে কাছে এসে জাহাজ ও কর্মীদের সামগ্রীতে জল ছুড়ে ভিজিয়ে দেয়। ভিডিওতে কুকুকায়তেকিন বলেন, ‘আমাদের জাহাজ এবং সব সামগ্রী ভিজে গেছে। তারা প্রায় ১০ মিনিট পানি ছুড়েছে। ইসরাইলি বাহিনী আমাদের ইঞ্জিন বন্ধ করতে বলে। কিন্তু আমরা যাত্রা চালিয়ে গেছি। তবে আমাদের কয়েকজন সহকর্মী ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। নারী কর্মীদের কেউ কেউ কঠিন অবস্থায় আছেন।’ তিনি আরও বলেন, ‘তারা আমাদের হাত...