ঢাকার বাসিন্দা মেহেদী হাসান সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকায় ভ্রমণে এসেছেন। এর আগেও তিনি এই এলাকা ভ্রমণ করেছেন। তবে আগের মত ভালো লাগেনি তার। তিনি বলছিলেন, “তিন বছর আগে এসেছিলাম সাদাপাথরে। পাথরগুলো এখন আর আগের মত নেই। এখানকার সেই সৌন্দর্যও আর নেই। এখন চারপাশে প্রচুর ভাঙা আর কাটা পাথর। হাঁটার সময় অসাবধান হলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয় এগুলো সরানো দরকার।” তবে প্রথম এই পর্যটনকেন্দ্রে এসে ভালো লেগেছে ময়মনসিংহের মো. তমাল শেখের। তিনি বলছিলেন, “অনেক সুন্দর জায়গা, গোলস করেছি পানিতে। আমার আবার আসার ইচ্ছে রয়েছে।” ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর ‘সাদাপাথরে’ ব্যাপক লুটপাট হয়। এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। পর্যটক কমে যায়। পরে সরকার পাথর প্রতিস্থাপনের উদ্যোগ নেয়। তার অংশ হিসেবে ‘ভাঙা আর কাটা’ পাথর ধলাই...