শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী এবার কক্সবাজার সমুদ্রসৈকতে উদযাপনের সময় বিশেষ আবেগ ছড়িয়েছে। সমুদ্র সৈকতের বালুকাবেলায় প্রতিমা বিসর্জনের সঙ্গে মিশে গেল ফিলিস্তিনের মুক্তি ও শান্তির প্রার্থনা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে লাখো মানুষের উপস্থিতিতে সৈকতে এই আবেগঘন দৃশ্য দেখা গেছে। মঞ্চে দাঁড়িয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতা অরুপ শর্মা বলেন, “আমরা আজ দেবী দুর্গার বিদায় জানাচ্ছি। কিন্তু মানবতার সংগ্রাম চিরন্তন। তাই এই মুহূর্তে আমরা ফিলিস্তিনের মানুষের শান্তি ও মুক্তির জন্য প্রার্থনা করছি।” জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু বলেন, “এবার দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়েছে। শুধু ধর্মীয় সম্প্রীতি নয়, মানবিক মূল্যবোধেরও প্রকাশ ঘটেছে। বিদায়ের সুরে ফিলিস্তিনের মুক্তির প্রার্থনা আমাদের সমবেদনা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ।” বিসর্জনের মুহূর্তে সৈকতের বালুচরে একদল তরুণ-তরুণী...