দেশে আরও দুই থেকে তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ৭ অক্টোবর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ। অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘনীভূত হয়েছে। এর প্রভাবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশেই বৃষ্টি অব্যাহত থাকবে। আজ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী...