আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণফোরাম সরাসরি প্রস্তুতি শুরু করেছে। দলটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নামার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ছোট হলেও এই জোট বিরোধী রাজনৈতিক শক্তিকে আরও সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসন নিয়ে বিএনপির সঙ্গে যদি সমঝোতা না হয়, তাহলে বিকল্প চিন্তাও রেখেছে গণফোরাম। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই আন্দোলন করেছে। নির্বাচনেও তারা বিএনপির সঙ্গেই থাকতে চায়। দলের সভাপতি সুব্রত চৌধুরী জনকণ্ঠকে বলেছেন, আমাদের নির্বাচনে দুই ধরনের প্রস্তুতি রয়েছে। এককভাবেও আবার অন্য কারও সঙ্গেও জোটবদ্ধ হয়ে নির্বাচন করব। বিএনপির সঙ্গেই নির্বাচন করার চেষ্টা করব। কারণ, তাদের সঙ্গেই যুগপৎ আন্দোলন করেছি। যদি তাদের সঙ্গে সমঝোতা না হয়, তাহলে বিকল্প চিন্তা ভাবনাও রয়েছে। নির্বাচনে তার দল গণফোরাম ত্রিশ আসনে প্রার্থী দেবে। তিনি ঢাকা...