বর্তমান সমাজে যেখানে ছোট পরিবারকে সুখের চাবিকাঠি মনে করা হয়, সেখানে ব্রিটেনের ২৭ বছর বয়সী শার্নে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখনো তরুণী বয়সেই তিনি সাত সন্তানের মা। আশ্চর্যের বিষয়, এই সাত সন্তান এসেছে তিন ভিন্ন সঙ্গীর সঙ্গে সম্পর্কে থাকার পর। তবে এখানেই থামতে চান না তিনি, অষ্টম সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন শার্নে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মাত্র ১৬ বছর বয়সে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন। সেই সময় প্রচণ্ড লজ্জা ও সামাজিক কটূক্তির মুখে পড়তে হয়েছিল তাকে। পরিবারের পক্ষ থেকেও উদ্বেগ ছিল যে, এত কম বয়সে তিনি সন্তানের যত্ন নিতে পারবেন কি না। কিন্তু শার্নে সব বাধা কাটিয়ে প্রথম সন্তান জন্ম দেন। এরপর মাত্র ১৯ বছরের মধ্যেই তিনি আরও তিন সন্তানের মা হন। অর্থাৎ, ২০...