বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক বক্তব্যে বলেন, যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছেন, মনে করতে হবে এর অনেক বড় দায় আছে। তোমরা সমাজ সংস্করণের অন্যতম স্বপ্নবাজ একদল সুন্নতী কাফেলা। গতানুগতিক আলেম নয় আমাকে বিশেষ ব্যক্তি হতে হবে। উদাসীনতা ছাড়তে হবে। দৈনন্দিন কাজ দৈনিক সম্পাদন করতে হবে। কর্মঠও উদ্যমী হতে হবে। আর আমাদের জীবনাদর্শ নববি আদর্শে হতে হবে। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায (স্টার মার্ক) প্রাপ্ত এবং মেধা তালিকায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুরের মেধাবী তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম আলোর দিশারী ফাউন্ডেশন নামে স়গঠন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুল হক এ সব কথা বলেন। লক্ষ্মীপুর জেলার ৩৯ টি মাদরাসার প্রায় দুইশত পঞ্চাশ কৃতি শিক্ষার্থীর হাতে মূল্যবান বই, সম্মাননা ক্রেস্ট এবং একটি মূল্যায়ন...