দেশের বাজারে চালের সরবরাহ স্থিতিশীল রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার জিটুজি ভিত্তিতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ৩১ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি জিটুজি ভিত্তিতে ছয়টি পৃথক প্রস্তাবে বিভিন্ন দেশ থেকে মোট ২ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭১৯ কোটি ১১ লাখ টাকা। এছাড়া আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদিত হয়েছে, যার ব্যয় বাড়ছে ১৬৩ কোটি ৮৩ লাখ টাকা। বিএডিসি কর্তৃক অনুমোদিত ৫টি পৃথক প্রস্তাবের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টন সার আমদানির ব্যবস্থা করা হবে। এর মধ্যে চীনের বেনিয়ান...