সমুদ্রের অগভীর জলরাশিতে এক বিরল দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। নিউ ক্যালেডোনিয়ার নুমেয়া উপকূলে তিনটি হাঙরের মিলনের এই দৃশ্য দেখে অবাক গবেষকরা। দেড় ঘণ্টা ধরে অনুনয়-বিনয়ের পর মাত্র দুই মিনিটের জন্য মিলিত হয় এক স্ত্রী ও দুই পুরুষ হাঙর। সম্প্রতি ‘ইউনিভার্সিটি অফ দ্য সানশাইন কোস্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইউটিউবে পোস্ট হওয়া ভিডিওটি ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। গবেষকদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বালির ওপর বিশ্রাম নিচ্ছিল একটি স্ত্রী লিওপার্ড হাঙর। একে দেখে কাছে চলে আসে দুই পুরুষ হাঙর। উভয়েই একই স্ত্রী হাঙরের সঙ্গে মিলনের ইচ্ছা প্রকাশ করে। প্রতিযোগিতা না করে দুই পুরুষ হাঙরই একত্রে সঙ্গমে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর জন্য স্ত্রী হাঙরের সম্মতি পেতে তাদের অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। ভিডিওতে দেখা যায়,...