১. একে অপরকে সময় দিনঅফিস, ব্যস্ততা বা দৈনন্দিন কাজের মাঝে সম্পর্ককে সময় দেওয়াটা প্রায়শই পিছিয়ে যায়। তবে প্রতিদিন অন্তত কিছুটা সময় একে অপরের জন্য বরাদ্দ করুন—চা-কফি পান, গল্প করুন বা শুধু একসঙ্গে হাঁটুন। ছোট মুহূর্তগুলিই বড় বোঝাপড়া তৈরি করে। ২. খোলাখুলি যোগাযোগ বজায় রাখুনমনের কথাগুলো লুকিয়ে রাখলে ভুল বোঝাবুঝি জন্মায়। ভালো খারাপ সব অনুভূতি নিয়মিত ভাগাভাগি করুন। তবে কথা বলার সময় শ্রবণ করাও সমান গুরুত্বপূর্ণ। ৩. ছোট ছোট উপহার বা মনোযোগপ্রতিদিনের ব্যস্ত জীবনে ছোট্ট চমক বা মনোযোগ সম্পর্ককে সতেজ রাখে। এটা বড় হওয়ার দরকার নেই—একটি লেখা নোট, প্রিয় খাবার বা শুধু একটি হাসি যথেষ্ট। ৪. আস্থা ও সম্মান বজায় রাখুনসম্পর্কের ভিত্তি হলো আস্থা। একে অপরের ব্যক্তিগত স্পেসের প্রতি সম্মান দেখান। ছোট ছোট বিশ্বাসঘাতকতা বা সন্দেহ দূরে...