আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। তবে বলতে গেলে সহজ ম্যাচটা কঠিন করে জিতেছে দল। ১৫২ রান সহজ নয়, তবে দলের ওপেনিং জুটিতে যখন ১০৯ রান ওঠে জয়টা সহজ হবে ভাবাই যায়। দলীয় ১০৯-১১৮ রানের মধ্যে বাংলাদেশ হারায় ৬ উইকেট। শেষে নুরুল হাসান ও রিশাদের ক্যামিওতে ম্যাচ জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণীতে জাকের আলী বলেন, 'আমি ড্রেসিংরুমে আরাম করে বসে ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এটা (দ্রুত একাধিক উইকেট পতন) হতেই পারে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ছেলেরা খুব ভালো ফিনিশ করেছে। আমরা ভালো শুরু করেছি। তারা কঠিনভাবে ফিরে আসে ম্যাচে। জয়-পরাজয় খেলারই অংশ। বোলিং এবং ব্যাটিংয়ে...