০৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ইলিশের প্রজনন নির্বিঘ্নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ (শুক্রবার) মধ্যরাত থেকে দেশের উপকূলের ৭ হাজার ৩৪৩ বর্গ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য সব ধরনের মাছ আহরণসহ সারাদেশে ইলিশের পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। মৎস্য বিজ্ঞানীদের সুপারিশে ইতোপূর্বে আশ্বেনের বড় পূর্ণিমার আগে পরের ২২ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের প্রজননকালে কিছু পরিবর্তন লক্ষ করে নিষেধাজ্ঞার সময়ও কিছুটা এগিয়ে বা পিছিয়ে নেয়া হচ্ছে। মৎস্য বিজ্ঞানীদের মতে, বাংলাদেশের ইকোসিস্টেমে সারা বছরই ৩০% মা ইলিশ ডিম বহন করে। এসব ইলিশ পরিপক্ব হয়ে ডিম ছাড়ে। গবেষণায় দেখা গেছে, আশ্বিনের বড় পূর্ণিমার আগে পরে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ দেশের উপকূলভাগের ভোলার পশ্চিম আউলিয়া পয়েন্টÑ তজুমদ্দিন, মনপুরা দ্বীপ, পটুয়াখালীর...