০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধার থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট- সবক্ষেত্রেই বাংলাদেশ দৃঢ় অবস্থান তুলে ধরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গেলো সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করেন। প্রায় এক সপ্তাহব্যাপী এ সফরে তিনি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ, রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পান। সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ...