জন্মদাতা বাবা-মায়ের পর সবচেয়ে যিনি মান্য তিনি শিক্ষক। শিক্ষকরা শিক্ষাদানের মাধ্যমে আমাদের নবজন্ম দান করেন। শিক্ষকদের প্রতি আচরণে তাই সর্বদা বজায় রাখতে হবে শিষ্টাচার। প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। জাতীয়ভাবেও দিনটি পালিত হয়। বিশ্ব শিক্ষক দিবসের প্রাক্কালে জেনে নাও শিক্ষকের প্রতি কেমন হওয়া উচিত তোমার আচরণ। বিদ্রুপ করবে না : শিক্ষকের আচরণ বা মুদ্রাদোষ অভিনয় করে দেখানো, নকল করা, ভেংচানো বা শিক্ষকের বিদ্রুপাত্মক নাম ধরে ডাকবে না। ঠাট্টার ছলে বা মজা করেও শিক্ষককে অসম্মান দেখানো হয়, এমন যেকোনো আচরণ করা থেকে বিরত থাকো। দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করো : শিক্ষক ক্লাসে প্রবেশ করলে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করো। শিক্ষক ক্লাসে অবস্থান করা অবস্থায় তার অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করো। দাঁড়িয়ে উত্তর দাও : ক্লাসে শিক্ষক কোনো...