শারজাহতে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। এর আাগে, বাংলাদেশকে জয়ী হবার জন্য ১৫২ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান শুরুর পাওয়ার প্লের মধ্যে চার উইকেট হারায়।নাসুম আহমেদের হাত ধরে উদ্বোধনী জুটি ভাঙার পর ৪০ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। এসময় সর্বোচ্চ ১৫ রান করেন জাদরান। তানজিম সাকিবের হাতে আউট হন অটল (১০ রান)। ডারউইশ রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হন এবং মোহাম্মদ ইশাক মাত্র ১ রান করে ফেরেন।কিন্তু গুরবাজ ও আজমতউল্লাহ কিছুটা চাপ সামাল দিতে সক্ষম হন। তবে ওমরজাই ১৮ রান করে তানজিমের ক্যাচে আউট হন। ৫ উইকেট হারানোর পরও গুরবাজ দলের সবচেয়ে বড়ো ভরসা ছিলেন, তবে এদিন তিনি বিস্ফোরক ব্যাটিং করতে পারেননি। সর্বোচ্চ রান করেন ৪০ রান করে, তানজিম...