০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৫০ হাজার কোটি ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলা প্রধান ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এ বছরে টেসলা ও তার অন্যান্য ব্যবসার শেয়ার মূল্য বেড়ে যাওয়ায় মাস্কের সম্পদের পরিমাণ এই মাইলফলকে পৌঁছেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। ফোর্বসের বিলিয়নেয়ার সূচক অনুসারে, প্রযুক্তি খাতের এই শীর্ষ ধনকুবরের সম্পদের পরিমাণ নিউ ইয়র্ক সময় বুধবার বিকেলে কিছু সময়ের জন্য ৫০ হাজার কোটি ডলারে পৌঁছেছিল। তবে পরে দিন শেষে তা সামান্য কমে ৪৯ হাজার ৯০০ কোটি ডলারের একটু বেশিতে এসে ঠেকেছে। টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই এবং রকেট নির্মাতা কোম্পানি স্পেসএক্স’সহ তার অন্যান্য ব্যবসার মূল্যও গত কয়েক মাসে ব্যাপকভাবে বেড়েছে। মাইলফলকটি মাস্ককে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে...