০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম কোনো খেলা না থাকলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম চত্ত্বর থাকে ছুটির আমেজেই। তবে এখন সময়টা ভিন্ন। হোম অব ক্রিকেটে যে চলছে অন্য এক খেলার প্রস্তুতি! পূজার ছুটিতে বন্ধের দিনে স্টেডিয়ামের গেটে কড়া পুলিশি পাহারা। কারণটা অনুমান করতে কষ্ট হয়নি কারও। সামনেই বিসিবি নির্বাচন। আসছে ৬ অক্টোবরের বহুল আরাধ্য নির্বাচন ঘিরে এরই মধ্যে উত্তাপ আর উত্তেজনা পৌঁছেছে চরমে। বিশেষকরে আগের দিন ফিক্সিংয়ের অভিযোগ তুলে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন! তবে চব্বিশ ঘণ্টা না পেরুতেই যেন গলতে শুরু করেছে সেই বিদ্রোহের বরফ। গতকাল দুপুরেই হঠাৎ বিসিবিতে হাজির নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করা ক্লাবগুলোর বেশ ক’জন। কেউ বললেন প্রতিবাদ সমাবেশ, কেউ বললেন মানববন্ধন। পরে জানা...