০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম হকি বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে বাংলাদেশ জাতীয় দলকে। আগামী ১৩, ১৪ ও ১৬ নভেম্বর ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচ তিনটির জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। গতকাল সকাল থেকে শুরু হলেও এই অনুশীলন পূর্ণতা পাবে আগামী রোববার। কারণ ওইদিন ক্যাম্পে যোগ দেবেন জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়রা। সিনিয়র খেলোয়াড়ের ১১ জনের মধ্যে অধিনায়ক রেজাউল করিম বাবুসহ গত বুধবার ক্যাম্পে যোগ দিয়েছেন ১০ জন। পূজার ছুটিতে রয়েছেন গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনিও রোববার ক্যাম্পে যোগ দেবেন। যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল গিয়েছিল মালয়েশিয়ায়। সেখানে কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে গত...