০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বঙ্গোপসাগর, নাফ নদ ও পাহাড়ের সৌন্দর্যে ঘেরা কক্সবাজারের টেকনাফে এখন বড় আতঙ্কের নাম মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য। কিছুদিন এখানকার বাসিন্দারা মিয়ানমারে যুদ্ধের কারণে গোলাবারুদের বিস্ফোরণজনিত আতঙ্কে থাকত। এখন এর চেয়ে বড় আতঙ্কের নাম মানবপাচার ও অপহরণ। দিন দিন এ ধরনের ঘটনা বেড়ে চললেও কোনো স্থায়ী সমাধান এখনো মিলছে না। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে এখানকার মানুষের দিন কাটছে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের ভয়ে। এদিকে পাচার চক্র দলে দলে বিভক্ত হয়ে পুরো টেকনাফ সীমান্ত ও পাহাড়ের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গোপন আস্তানা গড়ে তুলেছে। দেশ-বিদেশের নানা প্রান্তে রয়েছে তাদের সক্রিয় দালাল ও সোর্স। দেশের বিভিন্ন এলাকা থেকে তারা কৌশলে লোকজনকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর লোভ দেখিয়ে টেকনাফ...