সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৮.৪ ওভারে ১৫৩/৬ (রিশাদ ১৪*, সোহান ২৩*; পারভেজ ৫৪, সাইফ ০, তানজিদ ৫১, জাকের ৬, শামীম ০, তানজিম ০)ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা: পারভেজ হোসেন।আফগানিস্তান ২০ ওভারে ১৫১/৯ (শরফুদ্দিন ১৭*; ইব্রাহিম ১৫, অটল ১০, রাসুলি ০, ইশাক ১, ওমরজাই ১৮, গুরবাজ ৪০, নবী ৩৮, রশিদ ৪, নূর ৬)সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দাপুটে ব্যাটিংয়ে করেছিল তারা। শেষ পর্যন্ত সহজ ম্যাচটা জিতেছে কঠিন করে। আফগানদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।অথচ শুরুটা যেভাবে হয়েছিল তাতে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনাই দেখা যাচ্ছিলো। ৬ ওভারে বিনা উইকেটে আসে ৫০ রান। দশ ওভারে পারভেজ হোসেন ও তানজিদ হাসানের জুটিতে যোগ হয় ৯৫ রানও! ১২তম ওভারে পারভেজ ফরিদের...