০৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনি¤œ অবস্থানে রয়েছে। পতিত স্বৈরাচার দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়ে পালিয়ে গেলেও অর্ন্তবর্তী সরকার গত চৌদ্দ মাসেও অর্থনৈতিক পুনরুদ্ধারে তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি। অর্থনীতিসহ নানা খাতে গৃহীত সংস্কার উদ্যোগের নামে কালক্ষেপণের ধারা দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরো নাজুক করে তুলেছে। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরো থেকে প্রকাশিত রিপোর্টে চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৯৭ শতাংশ বলে দেখানো হয়েছে, যা গত ৩৪ বছরের মধ্যে সর্বনি¤œ। অর্থবছরের শুরুতে প্রবৃদ্ধির যে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার ধারে কাছেও ঘেঁষতে পারছে না দেশের অর্থনীতি। অথচ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তাবড় সব অর্থনীতিবিদ, বিনিয়োগ ও উদ্যোক্তা আইকনদের দেশে এনে অর্থনীতির রূপরেখা ও খোল-নলচে...