০৩ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস শারদীয় শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে বিদেশি দূতরা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন।ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ঢাকার জার্মান ও চীন দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় শুভ বিজয়া উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছে, এবং সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছে। এছাড়া শারদীয় উৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দুর্গাপূজা মন্দের ওপর শুভ, অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক। আমরা প্রার্থনা করি যে এই দুর্গাপূজা আমাদের...