চলতি বছরে হাতে থাকা নগদ অর্থ ব্যাংকে জমা রেখে নিরাপদে মুনাফা অর্জনের বিষয়ে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। বিশেষ করে ইসলামী শরিয়াহ্-ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে বিনিয়োগ করতে চাওয়া গ্রাহকদের জন্য "ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি" একটি জনপ্রিয় নাম। তবে প্রশ্ন রয়ে যায়—ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা রাখলে মাসে কত মুনাফা পাওয়া যায়? চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক। দুই ধরণের স্কিম, ভিন্ন মুনাফা হারইসলামী ব্যাংকে বর্তমানে মূলত দুটি ধরনের মুনাফাভিত্তিক স্কিম চালু রয়েছে: তবে, নির্ধারিত মেয়াদ পূর্ণ না করে আগেভাগে ভাঙলে কোনো মুনাফা পাওয়া যাবে না। মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমএই স্কিমে তিন বছর বা পাঁচ বছরের জন্য টাকা রাখলে প্রতি মাসে মুনাফা পাওয়া যায়: গুরুত্বপূর্ণ:যদি নির্ধারিত মেয়াদ শেষ হবার আগেই টাকা উত্তোলন করেন, তবে ইতোমধ্যে প্রাপ্ত মুনাফার পরিমাণ মূল টাকা থেকে সমন্বয় করে...