০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ফ্যাসিস্ট হাসিনার সরকারের শাসনামল থেকেই শ্রমবাজারে চলছে ভাটার টান। একমাত্র সউদী আরব ব্যতীত অধিকাংশ দেশেই জনশক্তি রফতানি প্রায় বন্ধ। শ্রমবাজার সম্প্রসারণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তরাও প্রচেষ্টা অব্যাহত রাখছেন। বহু চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ সাত বছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো ইরাকের শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং রিক্রুটিং এজেন্সি আল রোটান (প্রা.) লিমিটেড (আরএল-১৮৩১) উদ্যোগে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শ্রমিক পাঠানো সম্ভব হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ভোর পৌঁনে ৬টায় সালাম এয়ারের ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৩০ জন শ্রমিকের একটি দল বাগদাদের উদ্দেশে যাত্রা করে। ঢাকা বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম বিমান বন্দর দিয়েও সকাল পৌঁনে ৯টার ফ্লাইটে ১৫০ জনের শ্রমিকদল ইরাকের রাজধানী...