০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে বাফুফে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জোনে মো. ওয়াসিম অঞ্চলের খেলা গত ১০ সেপ্টেম্বর শুরু হয়েছিল। এতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে চট্টগ্রাম নিজেদের মাঠে নোয়াখালীর সাথে ১-০ গোলে জেতার পর নোয়াখালীর মাঠে ১-১ গোলে ড্র করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়ে। এখন তাদের খেলতে হবে কক্সবাজার জেলা দলের বিপক্ষে। বান্দরবান পার্বত্য জেলা স্টেডিয়ামে ম্যাচটি হবে ৫ অক্টোবর। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার সরোয়ার আলম মনি জানিয়েছেন, ‘আগের দুই ম্যাচ আমরা ভালো খেলে পরবর্তী রাউন্ডে উন্নীত হতে সক্ষম হয়েছি। আশা করি খেলোয়াড়রা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে কক্সবাজারের বিপক্ষেও জয়ের মুখ দেখতে পাবো।’ উল্লেখ্য, প্রথম রাউন্ডে দলগুলো ভাগ হয়েছে আটটি অঞ্চলে। প্রতিটি অঞ্চলের নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের...