সরকার নতুন বিধান অনুযায়ী দেশের কিছু শ্রেণীর জমির ওপর আর খাজনা বা ভূমি উন্নয়ন কর আরোপ করবে না। এর ফলে মালিকদের আর এসব জমির জন্য নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে না। আইন অনুযায়ী, সাধারণ জমির ক্ষেত্রে তিন বছর টানা খাজনা না দিলে সরকার খাস খতিয়ানভুক্ত করার ক্ষমতা রাখে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী চার ধরনের জমি খাজনা থেকে...